মঙ্গল শোভাযাত্রায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
Published : 14 Apr 2024, 05:31 PM
বাংলা নববর্ষের প্রথম দিনে বাগেরহাটে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।
রোববার সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় বর্ষবরণের গানও পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।
এরপর এখান থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তন মাঠে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এতে অংশ নেওয়া বেশ কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহসিনা বলে, "বাংলা নববর্ষ বাংলার একটি ঐতিহ্য। আমি পহেলা বৈশাখ উদযাপন করার জন্য এসেছি।"
সাবা নামের এক শিশু বলছিল, "আমি গায়ের বধু সেজেছি।"
মোহাম্মাদ তালিম শেখ নামের একজন বলে, "আমি কাঠুরিয়া সেজেছি। আমার অনেক ভালো লাগছে।"
মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তন মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।