মেয়ে শিশুরা কেন মাঠে খেলে না?

"মানুষ মন্দ বলবে না মেয়ে বড় হয়ে গেছে এখনো খেলাধুলা করে তাই আর খেলাধুলা করা হয় না।"
মেয়ে শিশুরা কেন মাঠে খেলে না?

বাংলাদেশের খেলার মাঠগুলোতে বিকেল হলেই দেখা যায় ছেলেদের খেলতে। তবে এসব মাঠে মেয়ে শিশুদের তেমন একটা খেলতে দেখা যায় না। ছোট্ট শিশুদের দুই একজন যদিও খেলে তার সংখ্যাও খুবই কম।

এমন বাস্তবতায় প্রশ্ন আসতে পারে মেয়েদের কি মাঠে খেলার প্রয়োজন নেই? নাকি মেয়েরা খেলতে আগ্রহী নয়? এসব প্রশ্নের উত্তর জানতে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বেশ কয়েক জন কিশোরীর সঙ্গে কথা বলে।

কথা বলে জানা যায়, তাদের মধ্যে কেউ কেউ খেলাধুলায় পারদর্শী, কিন্তু তারা  মাঠে খেলতে যায় না।

সামিহা সুলতানা নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বলছিল, "আশ-পাশের কয়েকজন আছে যারা নানা রকম বলে। যেমন খেলতে পারবা না বা অনেক বড় হইছ, এখন কি খেলা উচিৎ?"

সামিহার মতো অষ্টম শ্রেণিতেই পড়ে আয়সা আক্তার তোয়া।

সে হ্যালোকে বলে, "আমার খেলাধুলা করতে সমস্যা না হলেও আমার বন্ধুরা অনেকে খেলতে পারে না। খেলতে গেলে ছেলেরা অনেক সময় বাজে ইঙ্গিত করে।"

তবে তামান্না আক্তার নামের একই শ্রেণির আরেক কিশোরী বলে তার খেলা এক রকম বারণ।

"অনেকে অনেক কিছু বলে, বড় হয়ে হয়ে গেছ এখন খেলাধুলা কর, এজন্য খেলি না।"

নবম শ্রেণিতে পড়ে তমা আক্তার এনি।

সে বলে, "মানুষ মন্দ বলবে না মেয়ে বড় হয়ে গেছে এখনো খেলাধুলা করে তাই আর খেলাধুলা করা হয় না।"

দশম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার পূর্নিমা বলে, "আমরা অনেক খেলা খেলেছি তবে বিদ্যালয়ের মাঠে। কারণ অন্য মাঠে খেলতে গেলে সমাজ খারাপ চোখে দেখে। পরিবার থেকেও উৎসাহ দেয় না।'

অভিভাবকেরা বলছেন, কিশোরী মেয়েরা খেলার মাঠে খেলতে গেলে সমাজ তাদের নিয়ে সমালোচনা করে। তাই অনেক সময় পরিবারও চায় না মেয়েরা খেলুক। কিন্তু শারীরিক ও মানসিক বিকাশে সকল শিশুরই খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com