গোপালগঞ্জের বীণাপাণি স্কুলে তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিওসহ)

মহামারির বিধিনিষেধ ওঠে যাওয়ার পর এটিই ছিল স্কুলটির প্রথম ক্রীড়া অনুষ্ঠান।

গোপালগঞ্জের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহামারির বিধিনিষেধ ওঠে যাওয়ার পর এটিই ছিল স্কুলটির প্রথম ক্রীড়া অনুষ্ঠান। অনেকদিন পর স্কুলের মিলনমেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রেণিভিত্তিক গ্রুপ ভাগ করে প্রতিটি দলে আবার বড় ও ছোট দল তৈরি করে মোট চার ভাগে শিক্ষার্থীদের বিভক্ত করা হয়।

তিন দিনের নানা আয়োজনের মধ্যে ছিল বেত লাফ, মোরগ লড়াই, দীর্ঘ লাফ, অঙ্ক দৌড়, উচ্চ লাফ, একশ ও দুইশ মিটার মিটার দৌড়।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: গোপালগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com