খাদ্য সচেতনতা ছড়িয়ে দিতে কক্সবাজারে 'বুটক্যাম্প'

অনুষ্ঠান শেষে এই স্কুলের নিউট্রেশন ক্লাবের সদস্যদের হাতে উপহার সামগ্রী ও সনদপত্র তুলে দেওয়া হয়।
খাদ্য সচেতনতা ছড়িয়ে দিতে কক্সবাজারে 'বুটক্যাম্প'

‘নিরাপদ ও পুষ্টিকর খাবার, সুস্বাস্থ্য সবার’ - এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেল 'বুটক্যাম্প ২০২২'।

কক্সবাজার মডেল হাই স্কুল প্রাঙ্গণে খাদ্য নিয়ে সচেতনতামূলক এই আয়োজনটি করে ‘নিউট্রেশন ক্লাব'। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় বিআইআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট) ফাউন্ডেশন এই 'বুটক্যাম্প' পরিচালনা করে।

দুই দিনের এই আয়োজনে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলগত কাজের অংশ হিসেবে বাজারে গিয়ে পুষ্টিকর খাবার কেনাকাটা ও সচেতনতামূলক আলোচনায় অংশ নেয়।

বুটক্যাম্পে অংশ নেওয়া এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, "আমি মনে করি এই আয়োজনের মাধ্যমে যে সচেতনতা এসেছে তা দিয়ে আমরা সুস্বাস্থ্য গঠন করতে পারব।"

অনুষ্ঠান শেষে এই স্কুলের নিউট্রেশন ক্লাবের সদস্যদের হাতে উপহার সামগ্রী ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদেরকে পরবর্তী এক বছরের কর্মপরিকল্পনার তালিকাও প্রদান করা হয়।

বিআইআইডি'র প্রধান নির্বাহী কমর্কতা মো. শহীদ উদ্দিন আকবর হ্যালোকে বলেন, "ছাত্র-ছাত্রীরা মজার মাধ্যমে, আনন্দের মাধ্যমে শিখছে কীভাবে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা যায়। এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবক যারা আছেন সকলের সহযোগিতা কামনা করছি।"

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কক্সবাজার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com