বাল্যবিয়ে: সচেতনতা বাড়ছে চা বাগানে (ভিডিওসহ)

“আমরা জানি বাল্যবিয়ে আইনত অপরাধ। বাল্যবিয়ের সঙ্গে জড়িতদের শাস্তি পেতে হয়।”

সিলেটের চা বাগানগুলোতে এখনো বাল্যবিয়ে হলেও এর কুফল সম্পর্কে সচেতন এখানকার অনেক কিশোরীই।

সম্প্রতি নগরীর লাক্কাতুরা চা বাগানে গিয়ে কথা হয় কয়েকজন কিশোরীর সঙ্গে।

এখনো বাগানে বাল্যবিয়ে একটি পরিচিত ঘটনা বলে জানাল পুজা বাড়াইক নামের এক কিশোরী। মা-বাবা সচেতন না থাকায় বাল্যবিয়ে ঘটে চলেছে বলে মন্তব্য করে সে।

এই বাগানেই থাকে রিপা আক্তার। এই কিশোরী বলে, “বাল্যবিয়ের কারণে অনেক মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়। কিশোরী যদি গর্ভধারণ করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থাকে।”

সুমি মুদি নামের আরেক কিশোরী বলে, “আমরা জানি বাল্যবিয়ে আইনত অপরাধ। বাল্যবিয়ের সঙ্গে জড়িতদের শাস্তি পেতে হয়।”

তবে বাগানের কিশোরী কাজলীবাউর জানাল অন্য কথা। তার মতে, কোনো কোনো কিশোর-কিশোরী না বুঝে পালিয়ে গিয়ে বিয়ে করে। তাদেরও সচেতন করা উচিত।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সিলেট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com