‘ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।’
Published : 27 Mar 2024, 03:39 PM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ ও প্রদর্শনীসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. মো. হামিদুল হক খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রতিবেদকের বয়স: ০৯। জেলা: কুড়িগ্রাম।