"আমাদের জাতীয় চেতনায় স্বাধীনতা দিবস তাই অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে।"
Published : 26 Mar 2024, 01:03 PM
কুষ্টিয়া সরকারি কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন রচনা প্রতিযোগিতার পাশাপাশি রোববার অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আনছার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শিশির কুমার রায় বলেন, “স্বাধীনতা আমাদের পরম শান্তি। আমাদের জাতীয় চেতনায় স্বাধীনতা দিবস তাই অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে।”
উপাধ্যক্ষ মো. আনছার হোসেন বলেন, “আমাদের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা দিবসের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনন্তকাল আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুষ্টিয়া।