বান্দরবানে হ্যালোর ফলো-আপ কর্মশালা

’জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বান্দরবন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন।’
বান্দরবানে হ্যালোর ফলো-আপ কর্মশালা

বান্দরবানে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন।

এ সময় অতিথিদের মধ্যে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহাদাত হোসেন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  অংচং মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন হ্যালোর জেলা সমন্বয়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি উসিথোয়াই মারমা।

কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গত বছরের ডিসেম্বরে তিন দিনের কর্মশালায় অংশ নেয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: বান্দরবান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com