সুপেয় পানির জন্য বৃষ্টির অপেক্ষা

‘গ্রামবাসী সূত্রে জানা যায়, বর্ষাকালে বৃষ্টি পানি সংগ্রহ করে তিন-চার মাস কাটানো গেলেও বছরের বাকি সময় পুকুরের পানিই ব্যবহার করতে হয় তাদের।’
সুপেয় পানির জন্য বৃষ্টির অপেক্ষা

সুপেয় পানির সংকটে ভুগছে বলে জানিয়েছে বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ কোন্ডলা গ্রামের বাসিন্দারা।

গ্রামবাসী সূত্রে জানা যায়, বর্ষাকালে বৃষ্টি পানি সংগ্রহ করে তিন-চার মাস কাটানো গেলেও বছরের বাকি সময় পুকুরের পানিই ব্যবহার করতে হয় তাদের।

লবণাক্ত পানি নিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নানা রকম দুর্ভোগের কথা তুলে ধরেন তারা।

তারা জানান, গ্রামে পর্যাপ্ত নলকূপ থাকলেও এর পানি লবণাক্ত। কোনো কাজেই এই পানি ব্যবহার করা যায় না।

স্থানীয় এক তরুণ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাষাবাদের জন্যেও বৃষ্টির পানির উপরই নির্ভর করতে হচ্ছে। এছাড়া লবণাক্ত পানির জন্য মাছ চাষেও সমস্যা হচ্ছে। মাছ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।”

স্থানীয় আরেক নারী হ্যালোকে বলেন, “বর্ষার পানির জন্য আমাদের হা করে থাকা লাগে। রান্না-বান্নাসহ সব কাজে এই পানিই আমাদের ভরসা। নলকূপের পানি দিয়ে রান্না করলে খাবার নষ্ট হয়ে যায়।”

এখানকার বাসিন্দাদের চাওয়া পানযোগ্য পানির পাশাপাশি ব্যবহারযোগ্য পানিও যেন  তাদের জন্য সহজলভ্য হয়। 

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com