শেরপুরে নারী দিবসে নারী স্বাস্থ্য বিষয়ক আলোচনা (ভিডিওসহ)

নারীদের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে চিকিৎসকের সঙ্গে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

নারী দিবস উপলক্ষে শেরপুরে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলার পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) আয়োজনে পুলিশ লাইন্সের মাল্টিপারপাজ সেডে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ এবং বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক আরকিনা আফরিন প্রমা।

এছাড়াও পুলিশের নারী সদস্য, পুলিশ লাইনস একাডেমির শিক্ষিকসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ শুভেচ্ছা বক্তব্য দেন।

পরে নারীদের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে চিকিৎসকের সঙ্গে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

এ সময় নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা নিঃসংকোচে বলেন এবং ডাক্তার ও বিশেষজ্ঞরা তাদের পরামর্শ দেন।

প্রশ্ন উত্তর পর্ব শেষে সবার রক্ত পরীক্ষা, ওজন মাপা, রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় ও রক্তচাপ মাপা হয়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: শেরপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com