জৌলুশ হারিয়েছে রংপুরের শ্যামাসুন্দরী খাল

শ্যামাসুন্দরী খাল রক্ষার দাবি স্থানীয়দের।
জৌলুশ হারিয়েছে রংপুরের শ্যামাসুন্দরী খাল

রংপুর শহরের উপর দিয়ে বয়ে চলা শত বছরের পুরনো শ্যামাসুন্দরী খাল এখন মৃতপ্রায়।

স্থানীয়দের অভিযোগ দখল,দূষণ,দুর্গন্ধ আর মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে খালটি।

জানা যায়, কয়েক বছর আগেও নগরীর সব পানি এই খালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খোকসা ঘাঘট নদীতে গিয়ে পড়ত। কিন্তু সেই খাল এখন নালায় পরিণত হয়েছে।

স্থানীয় এক নারী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালে ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হয়। আমাদের খুব সমস্যা হয়।”

আরেক নারী বলেন,“আমার খালের পাশে বাড়ি। দুর্গন্ধে আমার খুব অসুবিধা হয়। কাউকে ময়লা ফেলতে নিষেধ করলে তারা বলে এটা সরকারি খাল।”

রংপুর সিটি করপোরেশনের সহ বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অঞ্চল-১) মো. মিজানুর রহমান মিজু হ্যালোকে জানান, খালটি বছরে দুইবার করে পরিষ্কার করা হয়। মশার বিস্তার রোধে করা হয় স্প্রে।

শ্যামাসুন্দরী খাল রক্ষায় জনসাধারণকেও সচেতন হওয়ার তাগিদ এই কর্মকর্তার। তিনি বলেন, “আমরা খালে বর্জ্য না ফেলার জন্য সচেতন করি। মাইকিং করি। তবুও দেখা যায়, মানুষ এখানে ময়লা ফেলছে।”

শ্যামাসুন্দরীতে পানির প্রবাহ ফিরিয়ে এনে খালটি রক্ষা করার দাবি স্থানীয়দের।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com