তাদের গল্পটা ভিন্ন (ভিডিওসহ)

প্রতিদিনের বিকালটায় ধানমণ্ডি লেকের পরিবেশটাই যেন বদলে যায়। বাবা মায়ের হাত ধরে লেকে ঘুরতে আসে কত শিশু কিশোর। তাদের পদচারণায় মুখরিত হয়ে যায় গোটা লেক।
তাদের গল্পটা ভিন্ন (ভিডিওসহ)

কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখা যায় এখানেই।  এই আনন্দ উল্লাসের মাঝে কিছু ছোট ছেলেমেয়েদের মুখে হাসি নেই। এদের কেউ বাদাম বিক্রি করছে, কেউ বা ফুল আবার কেউ করছে ভিক্ষা।

তাদের মাথায় থাকে খাবারের টাকা আয়ের চিন্তা। ফুল, বাদাম, বেলুন বেচে পরের বেলার খাবারটা মুখে আসবে কিনা তাই নিয়েই একমাত্র চিন্তা।

সাখাওয়াতুলও তাদের মধ্যে একজন। ও লেকে বাদাম বিক্রি করে। কাজের মাঝে ও অন্যকিছু ভাবার সময় পায় না। তবুও স্বপ্ন দেখে।

ও বলে, “পড়াশোনা করার ইচ্ছে থাকলে পেটের দায়ে বাদাম বেচি। বাদাম বেচে যে টাকা পাই বাড়ি পাঠাই আর আমি নিজে চলি।”

অসুস্থ বাবার চিকিৎসার জন্য ভিক্ষা করে পিংকি। পিংকি বলে, “ বাবার ঔষধের টাকা যোগাড়ের জন্য ভিক্ষা করি। পড়াশোনা করতে ইচ্ছাও করে খুব।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com