নানা অধিকার থেকে বঞ্চিত মান্তা জনগোষ্ঠীর শিশুরা জীবন রক্ষাকারী টিকা থেকেও বঞ্চিত হচ্ছে। নবজাতকের সুস্থ জীবনের জন্য টিকার গুরুত্ব সম্পর্কে কেউ কেউ জানলেও এখানকার অনেক অভিভাবকেরই এ নিয়ে তেমন আগ্রহ নেই।
Published : 16 Jun 2024, 07:37 PM
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: পটুয়াখালী।