শাসন-বারণ না মানার শৈশব

শৈশবের দিনগুলো বাধ ভাঙা স্বাধীনতার, শাসন বারণ যেন কিছুই মানার নয়। চোখ কিংবা নাকে-মুখে ইটের গুঁড়া গিয়ে ক্ষতির শঙ্কা থাকলেও তা নিয়ে ভাবার সময় কোথায়? স্তুপ করে রাখা ইটের গুঁড়া দিয়েই খেলায় মেতেছে শিশুরা। ছবিটি পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের গরুর হাট সংলগ্ন বালুর মাঠ থেকে তোলা।
শাসন-বারণ না মানার শৈশব
<div class="paragraphs"><p>জমানো ইটের গুঁড়া দিয়ে খেলছে শিশুরা।</p></div>

জমানো ইটের গুঁড়া দিয়ে খেলছে শিশুরা।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: পটুয়াখালী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com