শিশুরা বাঁশের তৈরি যে বস্তুটির উপর কলাপাতা রেখে খাবার খাচ্ছে তার নাম মাজাং। মাজাংয়ের উপর কলা পাতা বিছিয়ে ভাত খাওয়া চাকমা সম্প্রদায়ের আদি সংস্কৃতির একটি। দিন দিন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি ও জীবন ধারার অনেক কিছুর মতো মাজাংও বিলুপ্তির পথে। ছবিতে চাকমা সম্প্রদায়ের এক দল শিশু মাজাংয়ের উপর কলা পাতা বিছিয়ে ভাত খাচ্ছে। ছবিটি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে তোলা।
Published : 13 Mar 2024, 01:54 PM
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খাগড়াছড়ি।