বিশ্বজুড়ে

বুড়ো উইজডমের ডিম

সাদিক ইভান

মার্কিন যুক্তরাষ্ট্রর ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস জানাচ্ছে, পাখিটি এখন তার ডিমে তা দিচ্ছে। 

উইজডমকে পরীক্ষা নিরীক্ষা করার আগে বিজ্ঞানীরা মনে করতেন এই প্রজাতির পাখি বড় জোর ৪০ বছর বাঁচে। সেই তথ্য ভুল প্রমাণ করে দিয়েছে ৬০ বছর বয়সী উইজডম। আর এই বয়সেও তার আরেকটি ছানা আশা করা হচ্ছে।    

পাখিটির ডান পায়ে বিশেষ ধরণের লাল রংয়ের ব্যান্ড দেখে বিজ্ঞানীরা সেটিকে শনাক্ত করেন। উত্তর প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফ্যুজি পদ্ধতির অধীনে ১৯৫৬ সালে জীববিজ্ঞানী চেন্ডলার রবিন্স প্রথম উইজডমকে নিয়ে গবেষণা শুরু করেন এবং পাখিটির পায়ে লাল রংয়ের ব্যান্ড বেঁধে দেন। ২০০২ সালে রবিন্স মিডওয়ে দ্বীপে ফিরে আসেন এবং পুরনো বন্ধু উইজডমের সঙ্গে তার দেখা হয়।    

পাখিটি এখন আবার তার মিডওয়ের নীড়ে ফিরে এসেছে। এটি হনলুলুর উত্তরপশ্চিমে প্রায় এক হাজার মাইল দূরে।

ইউএসএফডব্লিউএস’র তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে উইজডম অন্তত নয়টি ছানার জন্ম দিয়েছে।

SCROLL FOR NEXT