অন্য চোখে

ভালবাসা দিবসের গল্প 

হ্যা

তৃতীয় শতাব্দীতে রোমে সেই সময়কার সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস মনে করতেন, অবিবাহিত পুরুষেরা বিবাহিত পুরুষের চেয়ে উন্নত যোদ্ধা হতে পারেন। তাই তিনি  তরুণদের শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিয়েকে আইন বহির্ভূত কাজ হিসাবে ঘোষণা দেন।

সেই সময় সেইন্ট ভ্যালেন্টাইন নামে এক ধর্মযাজক সম্রাটের এ ঘোষণা অনৈতিক বলে বিবেচনা করেন। তিনি ক্লাডিয়াসের ঘোষণার বিরোধিতা করে গোপনে তরুণ-তরুণীদের বিয়ের দিয়ে দিতেন। ভ্যালেন্টাইনের এ কর্মকাণ্ড প্রকাশিত হলে সম্রাট তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। 

লোকমুখে আরো কথিত আছে যে কারাগারে বন্দী অবস্থায় ভ্যালেন্টাইন, কারাধ্যক্ষের মেয়ের প্রেমে পড়েন। মেয়েটি ভ্যালেন্টাইনের সঙ্গে কারাগারে প্রায়ই দেখা করতে আসত। মৃত্যুর আগে তিনি সেই মেয়েটিকে একটি চিঠি লেখেন যার শেষে লেখা ছিল, “ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন।”

পোপ গেলাসিয়াস (৪৯২-৪৯৬ খ্রিঃ) এ দিনটিকে ‘ভ্যালেন্টাইন ডে'’ বা বিশ্ব ভালবাসা দিবস হিসাবে ঘোষণা করেন। যা এখনও বিশ্বব্যাপী প্রতিবছরই উদযাপিত হয়। 

SCROLL FOR NEXT