অন্য চোখে

বাবা-মায়ের সাথে বেড়েছে সখ্যতা  (ভিডিওসহ)

হ্যা

রাজধানীর বনশ্রীতে বাবা-মায়ের সঙ্গে থাকে সে। পড়ছে আইডিয়াল স্কুল এন্ড কলেজে। ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে থ্রিডি ছবি, গ্রামের দৃশ্য এঁকে কাটে অবসর।

গোয়েন্দা নির্ভর চলচ্চিত্র ও বই পড়ে গোয়েন্দা হওয়ার স্বপ্ন তের বছর বয়সী দেবাশ্রিতার।  

মহামারীর দীর্ঘ এই অবসরে বাবার কাছে প্রতিদিন নিয়ম করে পড়তে বসা এখন প্রতিদিনের রুটিন তার। বাবাও খুশি মেয়েকে সময় দিতে পেরে।

দেবাশ্রিতার বাবা শেষাদ্রী বড়ুয়া হ্যালোকে বলেন, “মেয়েকে আমি গণিত আর ইংরেজিটা পড়াই। আমরা গল্প করি। মেয়ের পছন্দের সিনেমা দেখি। মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করি।"

মেয়ে বেস্ট ফ্রেন্ড বলে জানান মা মুনমুন বড়ুয়া। তিনি হ্যালোকে বলেন, “মেয়ে আমাকে ঘরের কাজে সাহায্য করে। আমরা একসাথে গল্প করি। সবচেয়ে বেশি যেটা হয় তা হচ্ছে খুনসুটি। আমরা বন্ধুর মতো মিশি।"

দেবাশ্রিতা বলছিল, "আগে আমি স্কুলে যেতাম, বাবা অফিসে থাকত, মা বাসার কাজে ব্যস্ত থাকত। দুজনকে সেভাবে কাছে পাওয়া হত না। কিন্তু এখন আমরা একসাথে সময় কাটাতে পারছি।"

SCROLL FOR NEXT