অন্য চোখে

বান্দরবানের হস্তশিল্প

হ্যা

হস্তশিল্পীরা কাঠের গুড়ি, বেত, বাঁশ, হরিণের শিং ইত্যাদি জিনিস সংগ্রহ করে তারপর সেগুলো দিয়ে নানা রকম জিনিস তৈরি করেন।

আমার গাঁয়ের হংফরি মার্মা একজন হস্তশিল্পী। বান্দরবান জেলার জাদিপাড়া এলাকায় তার একটি ছোট হস্তশিল্পের দোকান আছে।

হংফরি মার্মার বয়স ৬০ এর উপরে। এখনও তিনি হস্তশিল্পের কাজ করেন। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি এ কাজ করে আসছেন।

তিনি হরিণের শিং দিয়ে ভাস্কর্য, কাঠের মূর্তি, বাশেঁর শোপিস, খোদাই করা চিত্র ইত্যাদি তৈরি করেন। এরকম আরো ক্ষুদ্র ক্ষুদ্র সৌখিন জিনিস তিনি তৈরি করেন।

যদিও তিনি তার তৈরি শিল্পের সঠিক মূল্য পাচ্ছেন না। হংফরি জানান, তার পরিবারের সদস্যরাও তাকে এসব কাজে সাহায্য করে।

পাহাড়ি অঞ্চলগুলোতে খুব কম সংখ্যক হস্তশিল্প তৈরির দোকান আছে। সঠিক মূল্য না পাওয়ার কারণে হস্তশিল্পীরা আগ্রহ হারিয়ে ফেলছেন। যার কারণে এ শিল্প বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

SCROLL FOR NEXT