খবরাখবর

নওগাঁয় বিচিত্র তরমুজ উৎসব

হ্যা

মঙ্গলবার নওগাঁর আরএমআই স্কুল মাঠে আয়োজিত উৎসবে প্রদর্শনীর জন্য তরমুজ দিয়ে বিভিন্ন ধরণের জিনিস বানায় শিশুসাংবাদিকরা।

বছরের প্রথম দিনে শিশুসাংবাদিকদের একটু অন্য আমেজ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান পত্রিকাটির সম্পাদক কাজী রাহাত।

তরমুজের খোসা ও শাঁস ব্যবহার করে কচ্ছপ, ফুল, দেয়াল ঘড়ি, নৌকা, হেলমেট, চশমা, একতারাসহ আরও অনেক কিছু বানায় ওরা।

মাটি নামের এক শিশুসাংবাদিক বলে, আমি কচ্ছপ বানিয়েছি। প্রথম যখন এই প্রদর্শনীটি হবে বলে শুনি তখনই কচ্ছপ বানাব বলে ঠিক করি।

অভিনব এই আয়োজনে মুগ্ধ হয় শিশুকিশোর ও অভিভাবকরা। ঘুরতে আসা এক কিশোর বলে, আমার খুব ভাল লেগেছে। এমন ভিন্ন আয়োজন আগে দেখিনি। 

এছাড়াও প্রদর্শনীতে আসা সবাইকে খাওয়ানো হয় কাঠিওয়ালা আইসক্রিম আকৃতির তরমুজ। প্রদর্শনীটি বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলে।

SCROLL FOR NEXT