খবরাখবর

ঢাকায় শিশুসাংবাদিক বাছাই শুরু

হ্যা

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় একই স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ঘণ্টাব্যাপি এই বাছাই পরীক্ষায় ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা দিতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা বেশ উৎসাহিত। রাব্বি নামের এক শিশু জানায়, এখন নিজের সমস্যার কথাগুলো নিজেই লিখে জানাতে পারবে। তাই ওর বেশ ভালো লাগছে।

মহানগরের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয়া হবে। তারিখ ও সময় পরে জানিয়ে দেয়া হবে।

হ্যালোর নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটো জানিয়েছেন আগ্রহী অন্য স্কুল ও শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন হ্যালোর ইমেইলে, hello@bdnews24.com.

'আমার কথাও যাবে বহুদূর' ধ্বনি দিয়ে গ্রামীণফোনের অংশীদারিত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজন করছে। এর আগে দেশের ২৩টি জেলায় শিশুসাংবাদিক বাছাই পরীক্ষা ও উৎসব হয়।

SCROLL FOR NEXT