খবরাখবর

ছুটির দিনে অন্যরকম হাতিরঝিল (ভিডিওসহ)

কারিমা ফেরদৌসী কেকা

কোনো প্রবেশ ফি না থাকায় সকল শ্রেণির মানুষের কাছেই প্রিয় জায়গাটি। প্রতিদিনই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুরতে আসে এখানে। ছূটির দিন গুলোতে লোক সমাগম হয় বেশি।

তিন বন্ধু মিলে ঘুরতে এসেছে হাতিরঝিলে। তাদের সাথে কথা হয় হ্যালোর।

একজন বলছিলেন, “ঢাকা শহরে আসলে ঘোরার তেমন জায়গা নেই। তাই এই ঝিলটি বাসার কাছে হওয়ায় সুযোগ পেলেই ঘুরতে আসি।“

আরেকজন তরুণ বলেন, “শুক্রবারেই বেশি এখানে আসি। এখানে একটু ঘুরতে আসলে মন ভালো লাগে।“

তেজগাঁও, মগবাজার, মধুবাগ, পুলিশ প্লাজা ও কাওরান বাজারকে যুক্ত করেছে হাতিরঝিল প্রকল্প। চক্রাকার বাস বা নৌকাতে করে যাতায়াত করা যায়। 
বিনোদনপ্রেমীদের লক্ষ্য করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু রেস্তোরাঁ। রয়েছে হকারদের আনাগোনাও। তবে অনেকেই অভিযোগ করেছেন, নজরদারি না থাকায় হিজড়া ও ভিক্ষুকরা নানা ভাবে নাজেহাল করে দর্শনার্থীদের।

SCROLL FOR NEXT