খবরাখবর

বিক্রি নেই মিরপুরের বই বাজারে (ভিডিওসহ)

হ্যা

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই বই বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান কয়েকজন।

বই বিক্রেতারা বলছেন, দীর্ঘদীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, চাকরির পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বিক্রি কমে গেছে।

বই বিক্রেতা আমিনুর রহমান বলেন, "আমরা তো ভাবছিলাম স্কুল খোলার পর সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এখনও দেখি একই অবস্থা। কোনো পরিবর্তন নাই।" 

আরেক বিক্রেতা হতাশা প্রকাশ করে হ্যালোকে বলেন, "আপনি এখানে দাঁড়ান কিছু সময়, একটা কাস্টমারও দেখবেন না। এভাবেই চলছি। কোনো রকমে দুবেলা খেয়ে বেঁচে আছি।" 

এই এলাকার কয়েকজন বই বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতির আগে এখানে প্রতিদিনই সাত থেকে ১০হাজার মানুষের আসা-যাওয়া করত এবং ভালো অংকের বেচা বিক্রি চলত। ছুটির দিনে ক্রেতাদের সংখ্যা আরও বেড়ে যেত। 

আশেপাশে বেশ কয়েকটি স্কুল কলেজ থাকায় এই বাজারে প্রয়োজনীয় বই কিনতে শিক্ষার্থী ও পাঠকরা ভিড় জমাতেন। কিন্তু এখনকার পরিস্থিতি তার উল্টো।

SCROLL FOR NEXT