খবরাখবর

৫০ বছর উদযাপনে সাজসজ্জা (ভিডিওসহ)

হ্যা

রঙতুলির নিপুণ ছোঁয়া পেয়েছে পিচ-ঢালা পথগুলো। গুরুত্বপূর্ণ সড়কসহ ওই এলাকায় বসবাসরত সকল বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনেও আঁকা হয় আল্পনা। এই সব কাজই করেছে ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’ নামের একটি সংগঠনের উদ্যমী তরুণরা।

আমিমুল এহ্সান খাঁন আহাদ নামে একজন সেচ্ছাসেবক হ্যালোকে বলেন, “অগ্নিঝরা মার্চের প্রথম প্রহর হতেই আমরা শিশু-কিশোর-তরুণদের নিয়ে পতাকা বিনিময়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমরা স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে এলাকাবাসী একত্রিত হই।”

আল্পনায় রঙ করতে পেরে উচ্ছসিত সপ্তম শ্রেণিতে পড়ুয়া আব্দুর রহমান সিয়াম।

সে হ্যালোকে বলে, “আমার খুব ভালো লাগছে রঙ করতে পেরে। স্বাধীনতার ৫০ বছরে এমন উদযাপনে অংশ নিয়ে আমি খুশি।”

SCROLL FOR NEXT