খবরাখবর

মহামারির ছোবলে রংতুলিই ভরসা (ভিডিওসহ)

হ্যা

প্রতিদিন সকাল হলেই নিয়ম করে পড়ালেখার পাশাপাশি আঁকাআঁকি করতে বসে যায় সে। মহামারিকালে এটাই যেন তার রুটিন।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সে।

ঘরে বসেই স্কেচ, পোর্ট্রেইট, ক্যালিগ্রাফি, ম্যান্ডেলাসহ প্রাকৃতিক ও নগরজীবন সম্পর্কিত আর্ট চর্চা করে সে।

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, হাতেখড়ি হয়েছে তার ফুফাতো বোনের কাছেই।

মায়িদা হ্যালোকে বলে, "ছোটবেলা থেকেই নিজে নিজে চেষ্টা করতাম। আর কিছুটা ফুফাতো বোনের দেখিয়ে দেওয়া। বেসিকটা উনার কাছেই শিখেছি। এরপর থেকেই চলছে। করোনাভাইরাসের এইসময় আরও বেশি সময় পাচ্ছি আঁকার।"

ও স্বপ্ন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়ার।  বলে, "আমি আর্ট নিয়ে পড়তে চাই। আর ইচ্ছা পৃথিবীর বড় বড় আর্ট মিউজিয়াম ঘুরে দেখার।

SCROLL FOR NEXT