খবরাখবর

ইচ্ছা থাকলেও উপায় নেই! (ভিডিওসহ)

হ্যা

ঢাকা শহরে আয়ের উদ্দেশ্যে বিভিন্ন কাজের সাথে জড়িত রয়েছে অসংখ্য শিশু। তেমনই একজন হতভাগ্য শিশু রায়হান হাসান।

দরিদ্র বাবা ভ্যান গাড়ি চালিয়ে যা আয় করে তা দিয়ে সংসারই ঠিকমত চলে না। ১২ বছর বয়সী শিশু রায়হানের রয়েছে আরও তিন ভাই-বোন। তাই, সংসার চালানোর আংশিক দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নিয়েছে রায়হান হাসান।

রাজধানীর বাসাবো এলাকার পাটোয়ারি নিউমার্কেট এলাকায় জুতা স্যান্ডেল বিক্রি করে যা আয় হয় তা দিয়েই ব্যবসার পুঁজি আর সংসারের কিছুটা খরচ চলে।

পড়াশোনার ইচ্ছা থাকলেও পরিস্থিতি রায়হানের পক্ষে ছিল না। রায়হান হ্যালোকে বলে, “ব্যবসার অবস্থা ভালো না, কাস্টমারই নাই। শীতও নাই, কাস্টমারও নাই। লাভ হইলে হয় ৫০/১০০ টাকা মতন। ট্যাকা দিয়া ঘরে সংসার চালায় আর মাল আনি।”

SCROLL FOR NEXT