খবরাখবর

শেষ হলো আলোকচিত্র প্রতিযোগিতা পিক্সেলেন্স

হ্যা

করোনাকালীন পরিস্থিতিতে দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। 

আলোকচিত্রি রিফাত ইকবাল, এনামুর রেজা এবং এবি রশিদের বিচারকার্যে বেছে নেওয়া হয় সেরা ফটোগ্রাফারদের। 

আয়োজকরা জানান, তারা দেশের সমস্ত কলেজ পড়ুয়া আলোকচিত্রি ও আগ্রহীদের ফটোগ্রাফি চর্চায় যুক্ত করতে চান। 

"তাহলেই দেশের ফটোগ্রাফি প্লাটফর্মে সহযোগিতার বন্ধন তৈরি হবে"

ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল বিশ্বের প্রথম শিশুদের জন্য বাংলা সংবাদ মাধ্যম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রেডিও টুডে ৮৯.৬ এফএম, এক্সিলেন্স বাংলাদেশ। 

প্রতিযোগিতাটির মোট বাজেটের একটি অংশ প্রদান করা হয় ইভেন্টের চ্যারিটি পার্টনার 'ইচ্ছেঘুড়ি বাংলাদেশ' কে। 

উল্লেখ্য,  সারাদেশের ৫৫ জেলার থেকে প্রায় ১৫০০ কলেজ শিক্ষার্থী এতে অংশ নেন। প্রায় চার হাজার ছবির মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরা ছবিগুলো।

করোনাভাইরাস পরিস্থিতি শেষে আরো বড় পরিসরে জাতীয় পর্যায়ের আরো একটি এক্সিবিশন আয়োজনের ঘোষণাও ইতিমধ্যে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল 'ইগলু বাংলাদেশ'। কো-স্পন্সর ছিল পুথিনিলয় পাবলিকেশনস এবং ফরিদ গ্রুপ। 

SCROLL FOR NEXT