খবরাখবর

লোকবল সংকটে অযত্নে আবাসন কেন্দ্রের প্রতিবন্ধীরা (ভিডিওসহ)

হ্যা

কেন্দ্রের একজন কর্মী হ্যালোকে জানান, এসব শিশুদের দেখাশোনা করা সহজ নয়। অসুস্থ হলেও ওরা বোঝে না। জোর করে খাওয়াতে, যত্ন নিতে হয়।

অপর কর্মী বলেন, এরা কথা বোঝে না, শোনে না। এদের জোর করে ডেকে, ধরে এনে পাঠদান করানো হয়। 

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘জনবলর সংকটের জন্য কেন্দ্রের কাজটি কঠিন হয়ে পড়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার এ ব্যাপারে তাগাদা দেওয়া হচ্ছে।’

 
SCROLL FOR NEXT