খবরাখবর

বঞ্চিতের পাশে ছোটরা

হ্যা

রাজধানীর একটি কলেজের সোস্যাল ক্লাবের একজন তরুণ এভাবেই জানালেন তার কষ্ট লাঘবের কথা।

বড় ভাইয়া আর আপুদের দেখে অনুপ্রাণিত হচ্ছে কিশোর-কিশোরীরাও। মাঝে মাঝেই উত্তরার রাস্তায় দেখা যায় কিছু কিশোর ও তরুণ রাস্তায় ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করছে।

নিজেদের সামর্থ্য নাই কিন্তু পরোপকারের নেশায় তারা পথে নেমেছে। এরপর আশেপাশের এলাকার বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।

স্মাইল মোর, স্কার’স, হোপ নামের সেবামূলক সংগঠনগুলোর কাজ দেখে স্কুল কলেজের শিক্ষার্থীরাও নিজেদের প্রচেষ্টায় করছে সেবার কাজ।

রাজউক ও মাইলস্টোন কলেজের সোস্যাল সার্ভিসেস ক্লাবের তরুণরা, সম্বলহীন মানুষদের আয়ের উৎস তৈরি করে দেওয়ার জন্য সহায়তা করছে।

পথশিশুদের শীতের কাপড় ও খাবার বিতরণ, দরিদ্র পরিবারকে রিকশা, ভ্যান কিনে দেওয়ার মতো কাজগুলো করছেন তারা।

SCROLL FOR NEXT