খবরাখবর

ফুটপাথে বসেছে বৈশাখী পসরা

হ্যা

পিছিয়ে নেই নিম্ন আয়ের মানুষেরাও। তাদের জন্য ফুটপাথে পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। লাল-সাদা শাড়ী ও পোশাকে ছেয়ে আছে দোকান। ঢাক-ঢোল, একতারা-সেতার, ফুল-পাখি, মাছসহ নানা  নকশার কাপড়।

গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশের ফুটপাথ ঘুরে দেখা যায়, কম দামে এসব পোশাক পেতে দোকানে ভিড় জমাচ্ছেন অনেকে।

বিকিকিনি নিয়ে হ্যালোর সঙ্গে কথা হয় কয়েক জন দোকানীর সঙ্গে।

আলী হোসেন নামের এক দোকানী বলেন, ‘আল্লাহর রহমতে আমাগো বেচা কিনা অনেক ভালো। কিন্তু আমরা দিনের বেলা দোকানদারী করতে পারি না। সিটি কর্পোরেশনের নিষেধ আছে।”

বিক্রি ভালো জমে উঠেছে বলে জানান আরেক দোকানী।

কম দামে পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও।

কয়েক জন ক্রেতার সঙ্গে কথা হয় হ্যালোর।

এদের একজন বলেন, ‘মার্কেটের দোকানগুলো থেকে এখানে পোশাকের দাম অনেক কম। আর দেখতেও অনেক সুন্দর। তাই এখান থেকেই কেনাকাটা করি।”

SCROLL FOR NEXT