খবরাখবর

ধানের ন্যায্য দামে খুশি কৃষক

হ্যা

শুক্রবার জেলার গলাচিপার উলানিয়া বাজারে কথা হয় কয়েকজন কৃষক ও ধান ব্যবসায়ীর সাথে।

উলানিয়ার স্থানীয় কৃষক মো. শাহাবুদ্দিন বলেন, "আমার এবছর ৭০-৮০ মণ ধান উৎপাদন হয়েছে। ধানের দামে আমি খুশি।"

ডাকুয়ার কৃষক মো. জসিম জানান, তার এবছর দেড়শ মণ ধান উৎপাদন হয়েছে এবং দামে তিনি খুশি।

কথা হয় ধান ব্যবসায়ী মেসার্স জামাল ট্রেডার্সের মালিক মো. জাহাঙ্গীর হাওলাদারের সঙ্গে। তিনি এবছর তিন হাজার মণ ধান কিনেছেন।
তিনি বলেন, "এবছর প্রতি মণ ধান কিনেছি নয়শ ৫০ টাকা দরে। এতে কৃষকরা খুশি, পাশাপাশি আমরাও খুশি। গতবছর ধান কিনে লোকসান  হয়েছে,  কিন্তু এবছর ভালোই ব্যবসা হয়েছে।"

দশমিনার খলিসাখালীর এলেম গাজী একাধারে কৃষক ও ধান ব্যবসায়ী। তিনিও ধানের দাম নিয়ে খুব খুশি।

এ সম্পর্কে জানতে চাইলে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান হ্যালোকে বলেন, "দশমিনায় ১৮ হাজার পাঁচশ হেক্টর জমিতে ২৮ হাজার তিনশ ৪৬ মেট্টিক টন ধান উৎপাদন হয়েছে।"s

SCROLL FOR NEXT