খবরাখবর

প্রাথমিকে মিড-ডে মিল উদ্বোধন

হ্যা

জেলার শালিখা উপজেলার আড়পাড়া উপজেলা পরিষদে শুক্রবারে মিড-ডে মিলের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেহেজাবিন রহমান বলে, ‘সবাই এক সাথে খেতে মজা লাগে। আগে স্কুলে খিদে লাগত। কষ্ট হত। এখন আর কষ্ট হবে না। এখন ক্লাস করতেও ভালো লাগছে।’

এই খাবারের জন্য স্কুলে আসার আগ্রহ বেড়েছে বলে জানায় চতুর্থ শ্রেণির মোস্তাফিজুর রহমান।  

১৮নং আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার বলেন, ‘আমাদের স্কুলে মিড-ডে মিল চালু আছে। এই মিলের জন্যই বাচ্চারা নটা থেকে চারটা পযর্ন্ত স্কুলে থাকে। এটা খেতে ওরা বনভোজনের মতো আনন্দ পায়।’    

মন্ত্রী বলেন, ‘১০২টি স্কুলের ১৭ হাজার ৫৩ জন শিক্ষার্থীকে খাবার দেওয়া শুরু করেছি। মাগুরার সবগুলো স্কুলে খুব তাড়াতাড়ি মিড-ডে মিলের ব্যবস্থা করার চেষ্টা করছি।

‘স্কুলে এসে ছাত্র-ছাত্রীরা দুপুরে খাবার পেলে মাঝপথে ওরা ঝরে পড়বে না। আর লেখাপড়াও ভালো হবে বলে আশা করি।’ 

SCROLL FOR NEXT