খবরাখবর

ঈদ উপলক্ষে নতুন সাজে বিনোদনকেন্দ্র 

হ্যা

সম্প্রতি জেলার পীরগঞ্জ উপজেলার ফানসিটি শিশু পার্কে গিয়ে দেখা যায়, জোরেশোরে চলছে সংস্কারের কাজ। পার্কের দেয়াল থেকে শুরু করে রাইডগুলো নতুন করে রঙ করা হচ্ছে। 

পার্কের টিকিট মাস্টার সুবল চন্দ্র রায় বলেন, এবারের ঈদে গতবারের তুলনায় দর্শনার্থীদের সমাগম বেশি হবে মনে হচ্ছে। তাই সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাইড চালক আনোয়ার হোসেন বলেন, শিশুদের বিনোদনের জন্য রাইডগুলো নতুন করে সংস্কার করা হচ্ছে।

পার্কে শিশুদের উপযোগী ১২টি রাইড রয়েছে বলে জানান তিনি।

ঈদ উপলক্ষে দর্শনার্থীদের আগমন কয়েক গুণ বেড়ে যাবে জানিয়ে পার্কের পরিচালক বকুল চন্দ্র বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আবহাওয়া ভালো থাকলে ঈদের দিন প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটবে বলে জানান পার্কের দার রক্ষক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ঈদের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্ক খোলা থাকবে।

এছাড়াও ঠাকুরগাঁও বলাকা উদ্যান, রাণীশংকৈল উপজেলার রামরাই (রাণীসাগর) দিঘি, রাজবাড়িসহ ছোট-বড় সব বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতেই ঈদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

SCROLL FOR NEXT