যেখানে যা হচ্ছে

‘বাল্যবিবাহ মুক্ত’ ঘোষণা হল নীলফামারীর জলঢাকা

হ্যা

মঙ্গলবার সকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে গণসমাবেশের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক ঘোষণা করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্ল্যান বাংলাদেশ, উদায়ঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সহযোগিতায় বাল্য বিবাহ মুক্ত জলঢাকা ঘোষণা করা হয়।

বাল্যবিবাহ মুক্ত ঘোষণাকে কেন্দ্র করে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগী নারী পুরুষ, বে-সরকারি সংস্থা, উপজেলার বিবাহ রেজিস্টার, মৌলভী, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে গণসমাবেশে যোগ দেয়। 

গণসমাবেশে জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব। বক্তাদের মধ্যে আরও ছিল, বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া নরওয়ের অসলো ফ্রিডম ফোরামে শিশু কনভেনশনে অংশগ্রহণকারী আর্জিনা, সম্প্রতি বাল্যবিয়ে প্রতিরোধ ও ঝরেপড়া শিশুদের স্কুলগামী করায় শিশু সংগঠক হিসাবে জাতিসংঘে ইউথ ক্যারেজ এ্যাওয়ার্ড পুরস্কারে ভুষিত কেশব রায় প্রমুখ।

SCROLL FOR NEXT