ফেইসবুক/ রয়টার্স
ফেইসবুক/ রয়টার্স 
আমার কথা

ফেইসবুকে পাওয়া বন্ধুত্ব

বিজয় দে

বন্ধু শব্দটা আমার কাছে খুবই মধুর একটি শব্দ। একজন মানুষের অনেক বন্ধু থাকতেই পারে তার মধ্যে একজন বা দুজন হয় খুব কাছের। যাদের সঙ্গে সব কিছুই বলা যায়।

বন্ধু এখন ফেসবুকের মাধ্যমেও তৈরি হয়, তবে সবাইকে তো আর বন্ধু করা যায় না। কথা বলে তার ব্যবহার পছন্দ হলে, সবকিছুর পরই তাকে বন্ধু করা যায়। ভার্চুয়াল মাধ্যমেও ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, এটা আমি বিশ্বাস করি।

আমার আশে পাশে তেমন কোনো কাছের বন্ধু নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু বন্ধু পেয়েছি যাদের সঙ্গে আমি গল্প করতে পারি। তারা আমাকে ভালো কাজে প্রশংসা করে এবং উৎসাহ দেয়।

তাদের সঙ্গে আমার এ অবধি দেখা হয়নি। তারা ভিন্ন ভিন্ন জেলায় থাকে বলে দেখা হয়না। কিন্তু আমার কাছে মনে হয়, যখন তাদের সঙ্গে কথা বলি তারা আমার পাশের এবং খুবই কাছের। তাদের সঙ্গে পরিচয় হয়েছে ফেসবুকে কিন্তু মনে হয় না এটা স্মার্টফোন বন্দি সম্পর্ক। তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে আমার। বন্ধু দিবসে শুভেচ্ছা আমার সেই বন্ধুদের।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।
SCROLL FOR NEXT