আমার কথা

বিনোদন হোক সবার

হ্যা

একটি শিশু যখন ছোট থেকে বড় হতে থাকে তখন তার যেমন মৌলিক অধিকার দরকার হয়, তেমনি তার চিন্তা-চেতনার বিকাশে প্রয়োজন বিনোদন।

শিশুদের বিনোদনের জন্য দেশের প্রায় সব জেলাতেই রয়েছে বিনোদন কেন্দ্র। কিন্তু আমার মনে হয় না সব শিশুরা এটা উপভোগ করতে পারছে। শুধু সচ্ছল পরিবারের শিশুরা সময় কাটায় এখানে।

কোনো একটা পার্কে গেলে দেখা যাবে, বঞ্চিত শিশুদের কেউ বেলুন বিক্রি করছে, কেউ বা বাদাম বিক্রি করছে। যে বয়সে তার বেলুন নিয়ে তার খেলার কথা, সেই বয়সে সে বেলুন বিক্রেতা।

দারিদ্র্যের কারণে দূর থেকে দেখেই বিনোদনের চাহিদা মেটাতে হচ্ছে এসব শিশুদের। বিনোদন কেন্দ্রগুলোতে গেলে কোনো না কোনো শিশু বিক্রেতাকে চোখে পড়েই। বিষয়টি আমাকে বেশ কষ্ট দেয়। মনে প্রশ্ন জাগে তারা কেন আমার মতো খেলতে পারে না, হাতির পিঠে চড়তে পারে না, কেন দোলনায় দোলতে পারে না!

যেটা সব শিশুরা সহজেই ভোগ করতে পারে না সেটাকে আমি বিনোদন বলতে চাই না। এটা নিছকই বড়লোকের বিলাস।

বাংলাদেশ সরকার শিশু আইনে সকল শিশুর বিনোদন পাওয়ার অধিকারের কথা বলেছে। শিশুকে যদি তার প্রাপ্য অধিকার না দেওয়া হয় তাহলে আজকের শিশু কীভাবে আগামী দিনে সমাজ গঠনে ভূমিকা রাখবে?

SCROLL FOR NEXT