সুরক্ষিত থাকুক প্রকৃতি

'আমরা নানাভাবে পরিবেশ, প্রকৃতিকে নষ্ট করছি। হয়ত এর প্রতি ভালোবাসার ঘাটতি আছে বলেই আমরা এসব করতে পারছি।'
সুরক্ষিত থাকুক প্রকৃতি

শিশির বিন্দু আমার খুবই পছন্দ। এটা নিয়ে আগ্রহ আছে আমার।

বিশেষ করে শীতের সকালে বেশি লক্ষ্য করা যায় শিশির বিন্দু। ঘাসের উপর পানির বিন্দু এ যেন অন্যরকম প্রশান্তি।

প্রকৃতির সৌন্দর্যের প্রতি মানুষের আকাঙ্ক্ষা আসলে চিরায়ত। তবে আমরা সবাই হয়ত সেটা অনুভব করার চেষ্টা করি না।

অনেকেই আছেন যারা প্রকৃতির রুপে আকৃষ্ট হন, মুগ্ধ হন। আমিও তাদের দলে। প্রকৃতির এই বিশালতা ও সৌন্দর্য আমাকে মোহিত করে। ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্যগুলোকেও আমি উপভোগ করার চেষ্টা করি।

ব্যস্ততার ভিড়ে প্রকৃতির কাছাকাছি যেতে আমরা ভুলেই যাই। প্রকৃতিকে ক্ষতি না করার বিষয়টিও আমাদের সবার নিয়মিত চর্চায় নেই। এটা একেবারেই অনুচিত। মানসিক স্বাস্থ্য যত্নের অংশ হিসেবেও আমাদের প্রকৃতির কাছে যেতে হবে।

তবে আমরা নানাভাবে পরিবেশ, প্রকৃতিকে নষ্ট করছি। হয়ত এর প্রতি ভালোবাসার ঘাটতি আছে বলেই আমরা এসব করতে পারছি। গাছপালা যেমন কাটছি, ঠিক তেমনি প্লাস্টিক-পলিথিনের আগ্রাসনে পৃথিবীটাকেই আটকে ফেলছি। এগুলো প্রকৃতির প্রতি অবিচার।

প্রকৃতিকে উপভোগ করতে হবে নিজেদের জন্য, প্রকৃতির সুরক্ষাও নিশ্চিত করতে হবে নিজেদের জন্যই।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com