ফেইসবুক ব্যবহার করি ভালো কাজে

ফেইসবুক নিঃসন্দেহে আমাদের জন্য বিজ্ঞানের এক আশির্বাদ। তবে অতিরিক্ত কোনো কিছুই মঙ্গলজনক নয়।
ফেইসবুক ব্যবহার করি ভালো কাজে

দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে অ্যাপটি আমরা ব্যবহার করি তা হলো ফেইসবুক। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এটি অন্যতম।

হয়ত অনেকেই শুধু প্রয়োজনে ব্যবহার করে এই মাধ্যমটি। আবার অনেকেই দিন-রাত ফেইসবুকে থাকি, কিন্তু কেন থাকি তার নির্দিষ্ট কোনো কারণ জানি না।

এতে রাত করে ঘুমাতে যাওয়া, সকালে দেরি করে ওঠা, পড়াশোনা না করার প্রবণতা তৈরি হয়।

ফেইসবুক নিঃসন্দেহে আমাদের জন্য বিজ্ঞানের এক আশির্বাদ। তবে অতিরিক্ত কোনো কিছুই মঙ্গলজনক নয়।

ফেইসবুক ব্যবহার করে আমরা নানা বিষয়ে জ্ঞানার্জন করতে পারি, মানবিক কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। অনেকেই ফেইসবুক ভিত্তিক সংগঠন করে থাকে। কেউ হয়ত জোটবদ্ধ হয়ে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে, কেউবা হয়ত অন্যায়কে রুখে দিচ্ছে, কেউবা গড়ে তুলেছে ফেইসবুক ভিত্তিক বই পড়ার দল।

আমি মনে এরকম ভালো কাজগুলো প্রশংসনীয়। কিন্তু আমরা কোনো লক্ষ্য ছাড়াই যখন ফেইসবুক নিয়ে পড়ে থাকছি, নষ্ট করছি গুরুত্বপূর্ণ সময়, তখন নিশ্চয় এটি আমাদের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে না। সুতরাং আমাদেরকে ভালো কাজে ফেইসবুক ব্যবহার করা উচিত।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com