আমি শুধু দর্শক নই, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছি।
Published : 09 Mar 2025, 10:04 PM
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় কাওয়ালি সংগীতের অনুষ্ঠান হয়েছে। আমার স্কুলের আঙিনায় এই প্রথম এমন একটি আয়োজন উপভোগ করলাম।
শুক্রবার সন্ধ্যায় এই আয়োজনে সংগীত পরিবেশন করে কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’।
কাওয়ালি সংগীত আমার কাছে সবসময়ই আকর্ষণীয় মনে হয়। ভক্তিমূলক এই সংগীতের টান হৃদয় ছুঁয়ে যায়। কোনোভাবেই যেন দেরি না হয় তাই অনুষ্ঠান শুরুর দিকেই আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম।
অনুষ্ঠানের মঞ্চটি ছিল স্কুলের শহীদ মিনার প্রাঙ্গণে। করা হয়েছিল আলোকসজ্জা। অনুষ্ঠান শুরুর পর ধীরে ধীরে দর্শকের ভিড় বাড়তে থাকে আর সংগীতপ্রেমীদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
এই আয়োজনে কাওয়ালি সংগীত ‘তাজদারে হারাম’, ‘ভর দো ঝোলি’, ‘দমাদম মস্ত কালন্দর’- এর মত কালজয়ী গানগুলো পরিবেশন করা হয়। উপস্থিত দর্শকদের কেউ হাততালি দিয়ে, কেউ মাথা দুলিয়ে, কেউবা তালে তালে গলা মিলিয়ে আনন্দ ভাগাভাগি করতে থাকে।
আমি শুধু দর্শক নই, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছি। আগতদের বসার ব্যবস্থা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করতে হয়েছে স্বেচ্ছাসেবকদের। এমন একটি আয়োজনে কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। মানুষের আনন্দ, উচ্ছ্বাস ও সংগীতের প্রতি ভালোবাসা এত কাছ থেকে দেখার অনুভূতিই ছিল অসাধারণ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।