নতুন কিছু শেখাকে উপভোগ করি

আমি সিলেট শহরে থাকি। আমার খুব শখ কম্পিউটার চালানো শিখব।
নতুন কিছু শেখাকে উপভোগ করি

যখন কোনো দোকানে গিয়ে দেখি কেউ কম্পিউটার চালাচ্ছেন, খুব দ্রুত কাজ করে ফেলছেন- এটা দেখে আমার ভালো লাগে। তাদের মতো দ্রুত কাজ করে ফেলতে ইচ্ছে হয় আমারও।

এভাবেই আমার ইচ্ছা জাগে আমিও কম্পিউটারে দক্ষ হতে চাই। এরপর থেকে চেষ্টা করে যাচ্ছি। যদিও আমি এতটা দক্ষ হয়ে উঠতে পারিনি।

পড়াশোনার পাশাপাশি আমার আরেকটা বিষয়ে আগ্রহে আছে৷ কোনো কিছু জানতে বা জানাতে আমার ভালো লাগে। আমার এই আগ্রহ দেখে আমারই এক আত্মীয় হ্যালোতে শিশু সাংবাদিকতা করার পরামর্শ দেন। তিনি নিজেও হ্যালোর সাবেক শিশু সাংবাদিক, নাম রুহিন আহমেদ।

তারপর যুক্ত হয়ে যাই হ্যালোতে। এখানে কাজ করে আমি অনেক কিছু শিখতে পারছি। হ্যালো পড়ে আমি অনেক কিছু  জানতে পারছি। হ্যালোর মাধ্যমে কথা বলতে পারি অনেক বড় বড় মনুষদের সাথে। যাদের সাথে কথা বলা একটা সৌভাগ্যের ব্যাপারও বটে। তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয় হ্যালো।

পড়াশোনার পাশাপাশি নিজেকে অন্যান্য কাজে দক্ষ করে নেওয়া আমার ভবিষ্যৎ কর্মক্ষেত্রে যতটা না সাহায্য করবে তারচেয়ে বেশি এটি আমি উপভোগ করি, ভালো লাগে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com