ধন্যবাদ আম্মু টিকা দেওয়ার জন্য

আমি এখন টিকা দেওয়ার গুরুত্বটা যতটুকু বুঝি, ছোটবেলা তো কিছুই বুঝতাম না।
ধন্যবাদ আম্মু টিকা দেওয়ার জন্য

আমার ছোটবেলায় টিকা দেওয়ার কোনো কথাই মনে নাই। তবে এখন যতটুকু জানি দেড় মাস বয়সে শিশুদের প্রথম টিকা দেওয়া হয়। এর ফলে শিশুদের কিছুটা জ্বর হয়, রাতে ঘুমায় না আর কান্না করে।

আম্মু আমিও হয়ত দেড় মাস বয়সে প্রথম টিকা দেওয়ার পর এমনই করেছি। আমাকে টিকা দেওয়ার পরে তোমাকে হয়ত অনেক কষ্ট দিয়েছি, ঘুমাতে দেইনি। তবুও তুমি কষ্ট করে সেবা করে আমাকে সুস্থ করেছ। আবার পরবর্তী টিকার জন্য সময় মতো নিয়ে গেছ।

প্রতিটি শিশুর সংক্রামক ব্যধি থেকে রক্ষা পেতে টিকা দেওয়া জরুরি। নিউমোনিয়া, হাম, রুবেলা, পোলিও ইত্যাদি নানা রোগ থেকে রক্ষা পেতে টিকা গ্রহণ করতে হয়। শিশু জন্মের পর থেকেই এই টিকাগুলো ধাপে ধাপে নিতে হয়।

এই বিষয়গুলো তো আমি জানতাম না ছোটবেলায়। সুতরাং নিজে নিজে নেওয়ার তো প্রশ্নই আসে না। তুমি টিকা দিতে নিয়ে না গেলে এই সকল রোগ থেকে হয়ত মুক্তিও পেতাম না। আমার এই সুস্থতার জন্য তোমার অবদান অপরিসীম।

আমার ছোটবেলার প্রতিটা টিকা তুমি সময়মতো দিয়েছ আর আমার টিকার কার্ডটা আজও তুমি সংরক্ষণ করে রেখেছো। আমার জন্য এত এত কষ্ট করার জন্য তোমার প্রতি আমার অনেক ভালোবাসা আম্মু।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com