মেঘ-পাহাড়ের মিতালি (ভিডিওসহ)

সবুজ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে যেন উঠে এলাম মেঘের রাজ্যে। এমনই এক অনুভূতি হয়েছিল রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালিতে পৌঁছে।
মেঘ-পাহাড়ের মিতালি (ভিডিওসহ)

রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্যালি যাওয়াটাই সুবিধাজনক। খাগড়াছড়ির দীঘিনালা পৌঁছে চান্দের গাড়িতে করে সাজেক ভ্যালি যাওয়া যায়। এছাড়া সি এন জি, মোটর সাইকেল বা মাইক্রোবাসে করেও যাওয়া যায়।

সাজেক ভ্যালি রাঙ্গামাটির সবচেয়ে উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। মূলত রুইলুই পাড়া ও কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত এই সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির সর্বোচ্চ উঁচু জায়গা কংলাক পাহাড়ের চূড়া।

এখানে আর্মি ক্যাম্প রয়েছে, রয়েছে তিনটি হ্যালিপ্যাড। এছাড়া পর্যটকদের থাকার সুবিধার্থে গড়ে উঠেছে অনেক কটেজ ও খাবার হোটেল।

সাজেকের মূল আকর্ষণ সবুজ পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। সবুজ পাহাড়ের চূড়ায় বসে মেঘের খেলা দেখা সত্যই মনোমুগ্ধকর। সেই সাথে মেঘের আড়াল থেকে সূর্য উঠার দৃশ্য কিংবা সূর্য ডোবার দৃশ্য আরো বেশি মনোমুগ্ধকর।

প্রচুর পর্যটকের আনাগোনা হওয়ায় পরিবেশ দূষনের ঝুঁকিও বাড়ছে এখানে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদেরকে বিরক্ত করতেও দেখেছি অনেককে। যেটা মোটেও শোভনীয় নয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com