রাতের ঢাকা

শহরের জীবন মানেই গৎবাঁধা। নিয়মনীতির দিনলিপিতেই কাটাতে হয় সময়।
রাতের ঢাকা

চারিদিকে সুউচ্চ দালান, যেখানে সবুজের বড্ড অভাব। কিন্তু শহরেও সৌন্দর্য আছে। এর অনেকটাই প্রকাশ পায় রাতে। চারিদিকে আলোয় আলোয় সেজে ওঠে যখন পুরো শহর। মনে হয় যেন তিলোত্তমা ঢাকা আমাদের।

এই শহরটা বেশ প্রাচীনও বটে। প্রতিটা অলিগলি সাক্ষী হয়ে আছে নানা ঐতিহাসিক ঘটনার। এই ঢাকা বিখ্যাত বিরিয়ানি, ঢাকাই শাড়ি, বাকরখানি আরও কত কিছুর। ঢাকায় আরও রয়েছে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, সোহরাওয়ার্দী উদ্যানসহ অনেক কিছু। এগুলোই ঢাকার সৌন্দর্যের অংশ।

কিছুদিন আগে রাতে হাঁটতে বেরিয়েছিলাম। রাতের ঢাকা দেখে মুগ্ধ আমি। রঙিন এই শহর দেখে মনে হচ্ছিল আমি হারিয়ে গেছি কোনো মুগ্ধতায়। এত সুন্দর ঢাকা আমি কখনোই দেখিনি। হয়ত এই ঢাকাকে দেখতেই অন্য দেশ থেকে ছুটে আসে বিদেশিরা।

যারা বিদেশে থাকে তারাই হয়ত বুঝতে পারে এই শহরের প্রতি টান কতটুকু। এই শহর আরও সুন্দর হয়ে উঠবে যখন এখানে বসবাসরত প্রতিটি মানুষ ভালো থাকবে, ভালোভাবে বাঁচবে।

এই শহরটিকে ইতিবাচকভাবেই দেখি আমি। আমাদের প্রচেষ্টায় আরও বেশি মোহনীয় উঠবে প্রিয় ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com