যেন প্রথম স্কুলে ভর্তির আনন্দ

দীর্ঘ ১৮ মাস পর প্রাণ ফিরে পায় শিক্ষা প্রতিষ্ঠান। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
যেন প্রথম স্কুলে ভর্তির আনন্দ

গেল বছর মার্চে মহামারির প্রকোপ শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। দিন দিন এ ছুটি শুধু বৃদ্ধি করা হয়েছে। প্রথমে ছুটিটা আনন্দদায়ক মনে হলেও সময় যত গড়িয়েছে ততই অস্বস্তি হয়েছে আমার। অপেক্ষার পালা যেন আর শেষ হচ্ছিল না।

সব জল্পনা কল্পনা আর নেট দুনিয়ায় ঘুরে বেড়ানো নানা গুজবের অবসান ঘটিয়ে ১২ সেপ্টেম্বর খোলা হয় স্কুল কলেজ। একজন শিক্ষার্থী হিসেবে দিনটি আমার জন্য খুবই কাঙ্ক্ষিত ছিল। আমি স্কুলে গিয়ে বেশ আনন্দ করেছি। অনেকদিন পর শ্রেণিকক্ষে বসেছি, বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। খোলার পর মনে হচ্ছিল যেন স্কুলে প্রথম ভর্তি হয়েছি। উৎসব উৎসব অনুভব করছিলাম।

আমি ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। সবশেষে ক্লাস করার সুযোগটি পাব কিনা এটা নিয়ে সংশয় ছিল। এত তাড়াতাড়ি স্কুল জীবন হারিয়ে ফেলব ভেবে ভয় হচ্ছিল। তবে অবশেষে মনটা ভালো হয়ে গিয়েছে। 

আমাদের স্কুলও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বেশ সচেতন। স্কুলে প্রবেশ করার আগেই বিভিন্ন নির্দেশনামূলক ব্যানার চোখে পড়ে। আছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র, জীবাণুনাশক।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com