তিস্তা নদীর পাড়ে (ভিডিওসহ)

আষাঢ়ের শুরু থেকেই হাসতে শুরু করে তিস্তা। সারা বছর খুব বেশি পানি না থাকলেও এ সময় রূপ বদলে হয়ে ওঠে খরস্রোতা।
তিস্তা নদীর পাড়ে (ভিডিওসহ)

আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরেই তিস্তা নদী। এই লকডাউনের আগে একবার বন্ধুরা মিলে ঠিক করি তিস্তার সৌন্দর্য দেখতে যাব।

যেই ভাবা সেই কাজ। পরদিন বন্ধুরা মিলে একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম তিস্তার সৌন্দর্য দেখতে।

রওনা দেওয়ার ৪০ মিনিট পরই আমরা পৌঁছে যাই নদীর পাড়ে। সে সময় নদীতে অনেক নৌকা চলতে দেখেছিলাম।

নৌকায় চড়ে ছবি তুললেও নিজেদের নিরাপত্তার কথা ভেবে আর হয়নি নৌকাভ্রমণ। তবুও আনন্দের যেন কমতি ছিল না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com