কলেজে ভর্তি হয়েছি, ক্লাসে যাইনি

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০২০ সালে। অর্থাৎ দেশে করোনাভাইরাস মহামারি প্রকট হওয়ার আগেই শেষ হয়ে যায় আমাদের পরীক্ষা। 
কলেজে ভর্তি হয়েছি, ক্লাসে যাইনি

পরীক্ষার ফলাফল হবে হবে করে হয়েই গেল। কলেজে ভর্তির আবেদনও করি, ভর্তিও হয়ে যাই। তবে এ যেন নামেই ভর্তি হয়েছি। কলেজে যাওয়ার সুযোগ আর হয়নি।

কলেজের মাঠ, শ্রেণিকক্ষ সবই আমার অচেনা। বইয়ের সাথে পরিচিত হতে পেরেছি কিন্তু কলেজের বেঞ্চের সাথে সখ্যতা হয়নি।

মনটা ব্যাকুল হয়ে আছে কবে যাব স্বপ্নের কলেজে। কবে সেই মাঠের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠবে। কবে আমার কলেজ বেঞ্চে বসতে পারব। মাতিয়ে রাখতে পারব শ্রেণিকক্ষ। 

প্রকৃতি কী এক নির্মম নির্যাতন করছে আমাদের। আজ আমরা না চাইলেও প্রকৃতি আমাদের গৃহবন্দী করে দিয়েছে। চাইলেই মানুষ এখন আর সবকিছু আগের মতো করতে পারছে না। জীবনযাত্রায় আনতে হয়েছে পরিবর্তন। 

এখন চিন্তা করি কবে প্রকৃতি শান্ত হবে, আগের রূপে ফিরে আসবে। কবে মানুষ তার আগের চিরচেনা পৃথিবী দেখবে।

আমি আবার কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধুদের সাথে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে চাই। 

মাঝে মাঝে ভয় কলেজ কি বাড়িতে বসেই শেষ হয়ে যাবে? মহামারি পরিস্থিতি কখনো ভালো দেখি, কখনো আবার দেখি রোগী বেড়ে গেছে। ভারতীয় ভ্যারিয়েন্ট, ব্ল্যাক ফাঙ্গাস নতুন শব্দ শুনছি। সব মিলিয়ে এক অনিশ্চিয়তায় দিন কাটছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com