আমাদের এভাবে সময় নষ্ট করা মানায়? (ভিডিওসহ)

হাত বাড়ালেই স্মার্ট ফোন। কী নেই সেখানে? গান-নাচ, সিনেমা, নাটকসহ বিভিন্ন ধরনের কার্টুন, ভিডিও গেমস ইত্যাদি।
আমাদের এভাবে সময় নষ্ট করা মানায়? (ভিডিওসহ)

শিশুদের পছন্দের তালিকায় মোবাইল গেমস ও কার্টুন। স্কুল এখন বন্ধ। তাই এই ঘরবন্দি সময়ে সকল শিশুই মেতে উঠেছে ভিডিও গেমসের প্রতি। সময়-অসময়ে খাওয়া নেই, দাওয়া নেই বিভিন্ন ধরনের গেমস নিয়ে ব্যস্ত সময় কাটায়।

পড়াশোনাও নেই, পরিবারের কারও সাথে কথাও নেই। শুধু ঠুস ঠাস শব্দে খেলায় মাতামাতি। মোবাইল না পেলে যেন পাগল হওয়াত মতো অবস্থা।

এই মোবাইল আসক্তি, শিশুদের পরিবারের সাথে দুরত্ব সৃষ্টি করছে।

তাই বন্ধুরা, আমরা মোবাইল গেইমসে আসক্ত না হয়ে পরিবারকে সময় দেই। পরিবারের বাবা-মা, ভাই-বোন দের সাথে খেলাধুলা করি, গল্প করি, মজা করি, বাবা-মাকে বিভিন্ন কাজে সাহায্য করি। তবেই পরিবারে সুখ-শান্তি আসবে এবং আমরা ভবিষ্যতে ভালো মানুষ হয়ে নিজেদের গড়ে তুলতে পারব। আর একটা জিনিস মনে রাখবে আমরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের তো এভাবে সময় নষ্ট করলে চলে না, তাই না?

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com