একদিন সুন্দরবনে (ভিডিওসহ)

মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য ভ্রমণই উৎকৃষ্ট। ভ্রমণ আমার শখ বলা যায়। এই তো কিছুদিন আগেও আমি গিয়েছিলাম প্রকৃতির অপার সৌন্দর্যময় সুন্দরবন ভ্রমণে।
একদিন সুন্দরবনে (ভিডিওসহ)

আমরা যাত্রা শুরু করেছিলাম সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলার গাবুরা থেকে। আমরা ট্রলার ভাড়া করি কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র ঘুরে দেখার জন্য।

আমাদের ট্রলার যাচ্ছিল সুন্দরবনের খুব কাছ দিয়ে। প্রায় ২০ মিনিট এক টানা ট্রলার চলার পর আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত স্থানে। এখানে প্রতিদিন দেশ ও দেশের বাইরের অনেক পর্যটক ঘুরতে আসেন।

এখানে রাখা আছে বানর, চিত্রা হরিণসহ বিভিন্ন প্রাণি। আমরা যাওয়া মাত্রই চোখে পড়ল বানরের বিভিন্ন কার্যকলাপ। একটু সামনে যেতেই দেখলাম দুটি অপূর্ব সুন্দর চিত্রা হরিণ সংরক্ষিত খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে।

এখানকার সব গাছের রয়েছে শ্বাসমূল। অনেক সময় ঘোরাঘুরির পর আমরা আবার ট্রলারে উঠলাম বাড়ি ফেরার জন্য। ফেরার সময় সুন্দরবনের অপরূপ সৌন্দর্য যেন নিজেকে টানছিল। ভ্রমণ সত্যিই মানুষকে প্রশান্তি দেয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com