কীভাবে কাটে দীর্ঘ অবসর? (ভিডিওসহ)

নভেল করোনাভাইরাস পাল্টে দিয়েছে পুরো পৃথিবীর চিত্র। সারা বিশ্বের মানুষ রয়েছে আতঙ্কে। মহামারির কারণে গত মার্চ মাস থেকেই বাংলাদেশের সকল স্কুল-কলেজ বন্ধ রয়েছে।
কীভাবে কাটে দীর্ঘ অবসর? (ভিডিওসহ)

সবার মতোই আমার জীবনেও পড়েছে এর প্রভাব। যেহেতু স্কুল নেই সেহেতু প্রতিদিনকার রুটিন বদলে গেছে বেশ।

আমার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বড়পাড়া গ্রামে। আমি মিঠাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

সারাদিন অনেক কিছুই করি। সকালের সময়টুকু অনলাইনে পড়াশোনা করি। এরপর ঘরের কোনো কাজকর্ম থাকলে সেই কাজে মন দেই, মাকে রান্না সাহায্য করি। য় সিলভিয়া।

বিকেলের সময়টা হ্যালোর জন্য। সবার লেখা পড়ি, নিজে লেখার চেষ্টা করি। তবে যখন কিছুই ভালো লাগে না তখন সঙ্গী হয় গিটার।

এছাড়াও বাগান পরিচর্যা এবং সুস্থ থাকতে শরীর চর্চাও করি। করোনাভাইরাসের জন্য সব কিছু বন্ধ। এখন তো বাইরে যেতে পারি না। সবার সুস্থতার কথা চিন্তা করে ঘরে আছি, আপনারাও সবাই ঘরেই থাকুন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com