ঈদ আনন্দে জরুরি সচেতনতাও

ঈদ উপলক্ষে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে বন্ধ থাকা শপিংমলগুলো। ইতিমধ্যেই কিছুটা শিথিল হয়েছে লকডাউন, কিন্তু বিপদের আশঙ্কা কাটেনি এখনও। ঝুঁকিমুক্ত নই আমরা কেউই।
ঈদ আনন্দে জরুরি সচেতনতাও

তাই বলছি সবাই ঘরে থাকুন। দয়া করে এবার ঈদের শপিং করতে যাবেন না। কারণ আমরা যদি শপিং মলে যাই তবে ভীড় বাড়বে এতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে না।

আবার আপনি যে জিনিসটা কিনবেন সেটা আপনার আগে অনেকে ধরে দেখেছেন হয়ত। তাদের মধ্যে কেউ যদি আক্রান্ত থেকে থাকেন তাহলে আপনিও সংক্রমিত হতে পারেন।

এভাবেই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। পুরো শপিং মলের প্রতিটি পণ্যে তো জীবাণুনাশক ব্যবহার করা সম্ভব নয়, তাই শপিং মল থেকেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি ঈদ নতুন কাপড় ছাড়া করলে তেমন কিছুই হবে না। কিন্তু একবার করোনা আক্রান্ত হয়ে গেলে পরবর্তীতে ঈদ করার সুযোগ নাও পেতে পারি। পরবর্তী ঈদগুলো যাতে সুন্দর ভাবে উদযাপন করতে পারি সে জন্যেই আমাদের এবার সংযত হওয়া উচিত।

এই সময়ে নিত্যপ্র‍য়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব বন্ধ রাখাই উচিত ছিল। যদিও সেটা সম্ভব হয়নি, তাই নিজেদেরই সচেতন থাকতে হবে।

যাহোক, সবাই বাসায় থাকবেন। নিজ দায়িত্বে নিজেকে সুস্থ রাখবেন। পরিবার, দেশ ও জাতিকে সুস্থ রাখবেন। ভালো থাকুন, ঈদ মোবারক।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com